এবার পালটা আক্রমণে প্রস্তুত ইউক্রেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাশিয়ার বিরুদ্ধে এবার পালটা আক্রমণে প্রস্তুত ইউক্রেন। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এ আক্রমণ।
শনিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইউক্রেনের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্সি ড্যানিলোভ।
অ্যালেক্সি ড্যানিলোভ জানান, এখনো হামলার কোনো সুনির্দিষ্ট দিন ঠিক হয়নি। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনারা যেসব অঞ্চল দখল করেছে তা ফিরিয়ে আনার জন্য যে কোনো সময় পালটা হামলা হতে পারে।
এ হামলা আগামীকালও হতে পারে আবার পরের সপ্তাহেও হতে পারে। সতর্ক করে তিনি বলেন, এখন ইউক্রেন সরকারের ভুল করার কোনো অধিকার নেই। কারণ এটি একটি ‘ঐতিহাসিক সুযোগ’ এবং আমরা এই সুযোগ হারাতে পারব না। সাক্ষাৎকারে তিনি জানান, বাখমুত থেকে ওয়াগনারের সেনারা সরে যাচ্ছে। তবে তার মানে এই না যে তারা আমাদের সঙ্গে যুদ্ধ বন্ধ করে দিয়েছে।
তারা আরও তিনটি অঞ্চলে তাদের গ্রুপ তৈরি করছে। তিনি আরও বলেন, বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে তিনি পুরোপুরি শান্ত ছিলেন। তার কাছে এটি কোনো বিষয়ই নয়।
গত এক মাসেরও বেশি সময় ধরে রাশিয়ায় পালটা অভিযানের পরিকল্পনা করছে ইউক্রেন। পরিকল্পনা মতো সামরিক প্রস্তুতিও নিচ্ছে দেশটির সেনাবাহিনী।
এই অভিযানের জন্য এরই মধ্যে বহু অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে মিত্র পশ্চিমা দেশগুলো। এদিকে শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পসকভ অঞ্চলের একটি তেলের পাইপলাইনের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে।
দুটি ড্রোনের আঘাতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ এই তথ্য জানান। তিনি বলেছেন, সকালের দিকে নেভেলস্কি জেলার লিটভিনোভোর কাছে তেল পাইপলাইনের প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।