ভারতের নতুন সংসদের উদ্বোধন আজ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এক নতুন ইতিহাসের সাক্ষি হতে চলেছে ভারত। আজ উদ্বোধন হতে চলেছে ভারতের নতুন সংসদ ভবন।
কেবল আয়তনের দিক থেকে নয়, স্থাপত্য এবং কারুকার্যের দিক থেকেও নজরকাড়া এই নতুন সংসদ ভবন।
ভিতরের এক-একটি সামগ্রী নিয়ে আসা হয়েছে দেশটির এক-একটি বিশেষ স্থান থেকে। কার্পেট এসেছে উত্তরপ্রদেশের বিখ্যাত মির্জাপুর থেকে।
মেঝে করার বাঁশ আনা হয়েছে ত্রিপুরা থেকে। আর পাথর নিয়ে আসা হয়েছে পাথর শিল্পের ‘রাজধানী’ রাজস্থান থেকে। বলা যায়, নতুন সংসদ ভবন ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির পরিচয় বাহক হয়ে উঠতে চলেছে। ইন্ডিয়া টাইমস, দ্য হিন্দু।
নতুন সংসদ ভবনে চেয়ার, টেবিল থেকে যেসব আসবাব রয়েছে তার পুরোটাই সেগুন কাঠের। আনা হয়েছে মহারাষ্ট্রের নাগপুর থেকে।
গোটা ভবনে লাল-সাদা পাথরের যে কারুকার্য রয়েছে সেই বেলেপাথর আনা হয়েছে রাজস্থানের সারমাথুরা এলাকা থেকে।
ইতিহাস ঘাঁটলে জানা যায়, দিল্লির লালকেল্লা এবং হুমায়ুনের সমাধিতে যে বেলেপাথর ব্যবহার করা হয়েছে সেটিও রাজস্থানের সারমাথুরার।
আবার সংসদ ভবনে কারুকাজে ব্যবহৃত সবুজ পাথর এসেছে রাজস্থানের উদয়পুর থেকে আর লাল গ্রানাইট নিয়ে আসা হয়েছে আজমিরের লাখা থেকে।