Logo
Logo
×

দশ দিগন্ত

আবার গ্রেফতার হতে পারেন ইমরান খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবার গ্রেফতার হতে পারেন ইমরান খান

আবার গ্রেফতার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার সন্ধ্যায় ইসলামাবাদের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান।

বলেন, পাকিস্তানের সহিংস বিক্ষোভের সঙ্গে ইমরান খানের সম্পৃক্ততা পাওয়া গেলেই তাকে আবার গ্রেফতার করা হবে। পাকিস্তানজুড়ে এদিন নতুন করে পিটিআই কর্মীদের বিক্ষোভের মাঝেই এ কথা বলেন সানাউল্লাহ।

শনিবার এক ভিডিও বার্তায় রোববার পিটিআই কর্মীদের ‘পাকিস্তান স্বাধীন’ বিক্ষোভে নামার আহ্বানের পরদিনই শহরে শহরে ‘আইন বাঁচাও, পাকিস্তান বাঁচাও’ স্লোগানে বিক্ষোভে নামে দলীয় নেতাকর্মীরা। ইউটিউবে দেওয়া ওই বক্তব্যে ইমরান বলেন, ‘স্বাধীনতা সহজে আসে না। একে ছিনিয়ে নিতে হবে।

এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে।’ বুধবার থেকে নির্বাচনের দাবিতে ফের রাস্তায় নামবেন বলেও জানান ইমরান। রোববারই এক বিবৃতিতে ‘অবৈধভাবে গ্রেফতার’ হওয়া দলীয় কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পিটিআই যখন কর্মীদের মুক্তির আহ্বান জানাচ্ছে তখন পাকিস্তানজুড়ে গ্রেফতার করা হচ্ছে অসংখ্য নেতাকর্মীকে। সবশেষ পিটিআই নেতা এবং সাবেক মন্ত্রী মিয়ান মেহমুদুর রশিদকে লাহোর থেকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, সোমবার পর্যন্ত কোনো মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। ডন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম