Logo
Logo
×

দশ দিগন্ত

দিল্লি বিধানসভা নির্বাচন

বিয়ে ফেলে ভোটের লাইনে বর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মাথায় পাগড়ি, গায়ে শেরওয়ানি। বিয়ের সাজেই ভোটকেন্দ্রে চলে এসেছেন বর। দাঁড়িয়েছেন ভোটের লাইনে। শুধু বরই নন, তার সঙ্গে নানা সাজপোশাকে বরযাত্রীরাও। শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনে দেখা গেল এই অভাবনীয় দৃশ্য। ভোট আর গণতন্ত্রের উৎসবে যোগ দিতে বিয়ে ফেলেই সদলবলে ভোট দিতে আসেন হবু বর দিল্লি শহরের লক্ষ্মীনগর কেন্দ্রের বাসিন্দা ধনঞ্জয় ধ্যানী। বিয়ের সাজে তাকে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়েছেন অনেকেই। এখানেই শেষ নয়। ধনঞ্জয় ফোন করেন তার হবু স্ত্রীকেও। সাত পাকে বাঁধা পড়ার আগে ভোটটা দিয়ে যাওয়ার আবেদন জানান তাকে। এরপর সবাই মিলে আনন্দ করে ভোট দেন। এনডিটিভি।

কঠোর নিরাপত্তা আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দিল্লি বিধানসভা নির্বাচন। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সাড়ে ৬টা) পর্যন্ত। ২০১৫ সালের তুলনায় এবার ভোটদানের হার কম। তার পরও শেষ সময় পর্যন্ত ভোট পড়েছে ৫৫%। বুথফেরত সমীক্ষায় ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) অরবিন্দ কেজরিওয়ালের জয়জয়কারই দেখা গেছে। দিল্লির ভোটগ্রহণ পর্ব শেষ হতে বিভিন্ন টিভি চ্যানেলে যে বুথফেরত সমীক্ষা দেখানো হয়, তার সবক’টাতেই বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে আম আদমি পার্টি (আপ)। ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম