
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:২৫ এএম

তারা ঝিলমিল ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
কানাডিয়ান অভিনেতা জিম ক্যারিকে রাশিয়ায় নিষিদ্ধ করেছে দেশটির সরকার। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য কানাডার যে ১০০ বিশেষ ব্যক্তিকে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়, তার মধ্যে একজন হলিউড তারকা জিম ক্যারি। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত এ কালোতালিকায় রয়েছেন কানাডার রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যারা ট্রুডোকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন।