Logo
Logo
×

তারাঝিলমিল

ওটিটিতে আজ

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অনুজা’। এটি ৬ ফেব্রুয়ারি থেকে দেখা যাচ্ছে। নির্মাণ করেছেন এডাম জে. গ্রেভস। এতে অভিনয় করেছেন সাজদা পাঠান, অনন্যা শানভাগ, নাগেশ ভোসলে প্রমুখ।

* বঙ্গতে দেখা যাচ্ছে ধারাবাহিক নাটক ‘হুলুস্থুল’। এটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মারজুক রাসেল, প্রিয়ন্তী উর্বী, চাষী আলম, ইশতিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া প্রমুখ।

* বিঞ্জে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’। পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অর্চিতা স্পর্শিয়া, আনন্দ খালেদ, সমু চৌধুরী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম