অজয় দেবগন আর রোহিত শেঠি, বলিউডের হিটমেশিন খ্যাত জুটি। একজন অভিনেতা, আরেকজন নির্মাতা। যদিও রোহিত শেঠি একসময় অভিনেতাই ছিলেন। কিন্তু পরে হয়ে গেছেন পেশাদার নির্মাতা। বিশেষ করে কপ ইউনিভার্স তৈরিতে বলিউডে তার জুড়ি মেলা ভার। আর সেই কপ’র সেরা পারফর্মার অজয় দেবগন। এ জুটি তাদের কপ মিশন শুরু করেছিলেন ২০০১ সালে ‘সিংহাম’ দিয়ে। পুলিশি চরিত্রে অজয় এ সিনেমা দিয়ে বলা যায় কামব্যাক করেছেন। তাকে সঙ্গ দিয়েছেন দক্ষিণের নায়িকা কাজল আগারওয়াল। অবশ্য সিংহামের আইডিয়া রোহিতের নিজের নয়। ২০১০ সালে তালিম ইন্ডাস্ট্রিতে একই নামে একই গল্পের প্লটে সিনেমাটি মুক্তি পেয়েছিল। তামিলের এ সিনেমাটি আরেকটু ঘষামাজা করে রোহিত হিন্দিতে বানিয়েছেন। যেখানে গল্পের প্রধান চরিত্র বাজিরাও সিংহাম চরিত্রের জন্য অজয়কেই ফিট বলে মনে হয়েছিল তার। আর তখন অজয়ের বাজারও খুব একটা ভালো যাচ্ছিল না। স্বভাবতই এমন একটা চরিত্র তার দরকার ছিল, যেটা দিয়ে কামব্যাক করা সম্ভব। সেটা তাকে মিলিয়ে দিলেন রোহিত শেঠি। ব্যস, দুইয়ে দুইয়ে চার মিলে গেল। ২০১১ সালের ২২ জুলাই মুক্তির পর হিন্দি ভার্সনে ‘সিংহাম’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলল। ৪১ কোটি ভারতীয় রুপি বাজেটের সিনেমাটি ঘরে তুলল ১০৪ কোটি রুপি। এটাই ছিল অজয়ের প্রথম শতকোটি ক্লাবে পা দেওয়া।
‘সিংহাম’র বিশাল সাফল্যের পর রোহিত শেঠি তখনই সিদ্ধান্ত নেন এটি ফ্র্যাঞ্চাইজি সিনেমা হিসাবে নাম লেখাবেন। হলোও তাই। এক বছর বিরতি দিয়ে শুরু করেন দ্বিতীয় কিস্তির কাজ। এবারও যথারীতি বাজিরাওরে চরিত্রে অজয়। কিন্তু নায়িকা বদলে গেছে সেসময়। কাজল আগারওয়ালের জায়গায় আসেন কারিনা কাপুর। ‘সিংহাম রিটার্নস’ নামে সিরিজের দ্বিতীয় কিস্তির সাফল্য আরও একধাপ উপরে। ৭০ কোটি বাজেটে নির্মিত দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০১৪ সালের ১৫ আগস্ট। উপলক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা দিবস। এবারও ছক্কা হাঁকান অজয়-রোহিত। বক্স অফিসে সিরিজের দ্বিতীয় কিস্তিরও জয়জয়কার। ঘরে তোলে ২১৯ কোটি রুপি। এরপর দীর্ঘ বিরতি। সিরিজের তৃতীয় কিস্তি নিয়ে খুব একটা আলাপ শোনা যায়নি আর। এরপর কেটে গেছে সাত বছর। অবশ্য ২০১৯ সালে ডিসেম্বরে যখন বিশ্বব্যাপী করোনাভাইরাস হানা দেয়, ঠিক তার আগেই রোহিত বলেছিলেন, সিংহামের তৃতীয় কিস্তি নিয়ে তিনি প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে যাওয়া পৃথিবীতে ‘সিংহাম’র আলোচনাও থেমে যায়। তবে থেমে থাকেননি রোহিত। অজয়ের সঙ্গে ঠিকই আলোচনা চালিয়ে গেছেন। অবশেষে ২০২২ সালে শুরু করলেন তৃতীয় কিস্তি ‘সিংহাম এগেইন’র শুটিং। শেষ করতে লেগে যায় দেড় বছর। আগেই জানিয়েছেন মুক্তি দেবেন ২০২৪’র দিওয়ালিতে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর সিনেমাটি মুক্তিও পেয়েছে। এবার সিরিজটিতে যুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। আগের দু’জনকে সাধারণ মেয়ে হিসাবে উপস্থাপন করা হলেও তৃতীয় কিস্তিতে দীপিকাকে উপস্থাপন করা হয়েছে লেডি সিংহাম হিসাবে। অর্থাৎ তিনিও একজন পুলিশ অফিসার। আরও রয়েছেন করিনা কাপুর খান, অর্জুন কাপুর, রণবীর সিং, টাইগার শ্রফ। ক্যামিও করেছেন সালমান খানও। বলা যায় মাল্টিস্টারার ফিল্ম ‘সিংহাম এগেইন’। এবার জানা যাক, কেমন চলছে অজয়ের লাকি ফ্র্যাঞ্চাইজি ‘সিংহাম এগেইন’?
দিওয়ালিতে অবশ্য বক্স অফিসে এককভাবে রাজত্ব করতে পারছেন না অজয়। তার সঙ্গে আরেক ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া-৩’ লড়ছেন বলিউডের নওজোয়ান কার্তিক আরিয়ান। ২০০৭ সালে প্রিয়দর্শনের পরিচালনায় শুরু হওয়া হরর কমেডি ভুল ভুলাইয়া’র ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এটি। প্রথম সপ্তাহ শেষে অবশ্য কার্তিককে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন অজয়। অজয়ের এবারে সিনেমাটি নির্মিত হয়েছে ৩৭৫ কোটি ভারতীয় রুপিতে। সপ্তাহ শেষে ঘরে তুলেছেন ২৫০ কোটি রুপি। অন্যদিকে ১৫০ কোটি বাজেটে নির্মিত ‘ভুল ভুলাইয়া-৩’ এরমধ্যে ২০০ কোটি রুপি পার করে ফেলেছে। লাভের হিসাবে অজয়কে পেছনে ফেলে কার্তিক এগিয়ে থাকলেও সপ্তাহের শেষ দিকে এসে ভুল ভুলাইয়ার পথচলা মন্থর হয়ে আসছে। কিন্তু ‘সিংহাম এগেইন’ সমান্তরাল ধারা এখনো বজায় রেখেছে। তবে যেভাবে পথচলার কথা ছিল সেভাবে চলছে না বলেই সমালোচকদের মন্তব্য। কারণ, শাহরুখ যেভানে গত বছর ইন্ডাস্ট্রিকে মাতিয়ে দিয়েছেন সেটা ছিল তার নিজস্ব ইমেজ। কিন্তু মাস দুয়েক আগে মাত্র ৬০ কোটি রুপি বাজেটের ‘স্ত্রী-২’ দিয়ে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর যেভাবে বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছেন (আয় ৬০০ কোটিরও বেশি), তাতে করে অজয়ের সিংহাম যে প্রথম সপ্তাহেই লগ্নি ফেরত পাবে, সেটাই ছিল অনেকের ধারণা। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সেভাবে সাফল্য মেলেনি। তাতে কী? বক্স অফিস সংগ্রহে আপাতত বিজেতা অজয় দেবগনের সিনেমাই।