কাজে ডুবে আছেন ফারিন খান
তারা ঝিলমিল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অভিনয় দিয়ে দর্শককে সম্মোহিত করার গুণ আছে অভিনেত্রী ফারিন খানের। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্ম। এ ছাড়া অন্যান্য কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। ব্যস্ততা প্রসঙ্গে ফারিন বলেন, ‘ফিকশন, অনলাইন কনটেন্টের পাশাপাশি বিজ্ঞাপনেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। সম্প্রতি একটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলাম তিন বছরের জন্য। মাঝে একাধিক বিজ্ঞাপনের শুটিং করেছি। যেগুলো শিগ্গির প্রচার হবে। এছাড়া প্রায় দুবছর পর ফের নাচও শুরু করলাম। ভাবছি নিয়মিত করব। অবসরে ছবি আঁকতে, গান করতে ভালো লাগে।’ গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করার ইচ্ছা আছে নাকি? প্রশ্নের জবাবে ফারিন বলেন, ‘আনুষ্ঠানিকভাবে গান করার কোনো পরিকল্পনা নেই। নিজে নিজে গুনগুন করে যতটুকু গাই। অনেকে অবশ্য প্রশংসা করেন। কিন্তু আমার এত আত্মবিশ্বাস নেই। পরিকল্পনাও নেই। আপাতত অভিনয়টাই করে যেতে চাই।’ সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সম্প্রতি কলকাতা থেকে একটি সিনেমার প্রস্তাব এসেছিল। যদি গল্পসহ সবকিছু ঠিকঠাক মনে হয় তাহলে একটি পরিকল্পনা হয়তো করব। এছাড়া বাংলাদেশ থেকে অনেক সিনেমার প্রস্তাব এসেছে। কিন্তু আপাতত আমি এসব নিয়ে ভাবছি না। ফিকশন, ওটিটি নিয়েই ব্যস্ত থাকতে চাই।’