নাটকেই ঠিকানা খুঁজছেন সুনেরাহ
তারা ঝিলমিল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ন ডরাই’ সিনেমা দিয়ে নিজের জাত চিনিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমা দিয়েই ঘরে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরে তিনি অভিনয় করেন ‘অন্তর্জাল’-এ। এরপর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। এর মধ্যে ওয়েব মাধ্যমেও একাধিক কাজ করেছেন। তবে নাটকে খুব একটা দেখা যায় না তাকে। বিশেষ কোনো উৎসব আয়োজনের নাটকে প্রস্তাব পেলে অভিনয়ে তাকে দেখা যায়। দুবছর আগে ভালোবাসা দিবসে ‘শূন্য থেকে শুরু’ নাটকে অভিনয় করেছিলেন। এরপর নাটকে ছিল তার দীর্ঘ বিরতি। সর্বশেষ বিরতি ভাঙলেন ‘দাবাঘর’ নাটক দিয়ে। এদিকে সিনেমার কাজের ব্যস্ততা না থাকায় ফের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন সুনেরাহ। কাজ করেছেন মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘তুমি আমি, আমি তুমি’ ও ‘ছুঁয়ে দেখা স্পন্দন’ নামের দুটি নাটকে। এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘দীর্ঘ বিরতির পর নাটকের অভিনয় করেছি। দুটি নাটকই রোমান্টিক গল্পের। বান্না (মাবরুর রশিদ বান্না) ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। নাটকে গল্প সম্পর্কে বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক পর্দায় কাজটি দেখুক।’ এদিকে ছাত্র আন্দোলনের কারণে বাতিল হয়েছে দুটি সিনেমার শুটিং বলে জানিয়েছেন এ অভিনেত্রী। তাই নাটকেই ফিরলেন তিনি। তাহলে কি এখন নাটকে নিয়মিত হচ্ছেন? এমন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘আমি তো নাটক তেমন করি না। কয়েক মাস ধরে অভিনয় ছাড়া থাকতে ভালো লাগছিল না। সিনেমার কাজ নেই। তাই নাটকে নাম লেখালাম। ভালো গল্প, পরিচালক পেলে নাটকে নিয়মিত অভিনয় করব।’