
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ১২:২১ এএম

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
কিউবার এক সফল নারী ইদানিয়া দেল রিও। গ্রাফিক ডিজাইনার ইদানিয়া দেল রিও কিউবার প্রথম স্বাধীন ফ্যাশন ব্র্যান্ড ক্ল্যান্ডেস্টিনার সহ-প্রতিষ্ঠাতা। এ ব্র্যান্ড অনলাইনে বিশ্বব্যাপী পোশাক বিক্রি করে। এ কোম্পানির জন্ম হয়েছিল প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর স্বাধীন ব্যবসা এবং বাণিজ্যসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পর।
হাভানাভিত্তিক নারীপ্রধান ডিজাইনার দলের তৈরি পণ্যগুলোতে কিউবার সংস্কৃতি প্রতিফলিত হয় এবং এর মধ্য দিয়ে দ্বীপের সৃজনশীলতাকে সম্মান করার লক্ষ্য নেওয়া হয়। ইদানিয়া যেন নিজের দেশপ্রেমকেই ছড়িয়ে দিচ্ছেন বিশ্বজুড়ে। প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ায় পুনঃব্যবহৃত উপকরণ অন্তর্ভুক্ত করে এর টেকসই পদ্ধতির ওপর জোর দেন ইদানিয়া দেল রিও। এটি একইসঙ্গে অপচয়ের বিরুদ্ধেও একটি স্পষ্ট বার্তা বলে মনে করেন ইদানিয়া। সরকারি অনেক বিধি-নিষেধের ফলে যেখানে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠান গড়ে তোলা কিছুটা কঠিন, সেখানে ইদানিয়া একজন নারী হয়েও স্বপ্ন দেখেছেন। সেইসঙ্গে কিউবার অন্য নারীদের জন্যও খুলে দিচ্ছেন স্বপ্নের দ্বার। হাভানার ইনস্টিটিউট অফ ডিজাইন থেকে স্নাতক দেল রিও ফ্যাশন ব্যবসা শুরুর আগে থিয়েটার, গ্যালারি এবং উৎসবের জন্য পোস্টার ডিজাইন করতেন। এভাবেই গুটি গুটি পায়ে এগিয়েছেন ইদানিয়া। তার পথ ধরে হাঁটতে চান এখন কিউবার অন্য নারীরাও। বিশেষ করে যারা স্বাধীনভাবে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চান, ইদানিয়া তাদের রাস্তাটা খানিকটা মসৃণ করে দিয়েছেন। স্বপ্ন, পরিশ্রম আর আÍবিশ্বাস মিলে ইদানিয়া যে পথ রচনা করেছেন সে পথে বিশ্বের যে কোনো দেশের পিছিয়ে পড়া নারীরা এখন হাঁটার স্বপ্ন বুনতেই পারেন। হ স রাফিয়া আক্তার, বিবিসি বাংলা অবলম্বনে