আয়োজন
১০০ উদ্যোক্তা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঢাকার মেকআপ আর্টিস্ট glitter corner by mou প্রশিক্ষণ প্রদান করেছে ১০০ উদ্যোক্তাকে, যারা মেকআপ নিয়ে কাজ করছেন। ক্লাসটি সম্পন্ন হয় চট্টগ্রামে। এ ক্লাসে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। এ ওয়ার্কশপে মেকআপ প্রশিক্ষণ ছাড়াও কীভাবে একজন নারী তার মনোবল শক্ত রেখে একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন এবং অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন সে সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। সব উদ্যোক্তার উদ্দেশ্যে glitter corner by mou বলেন, কাজ এবং কঠোর পরিশ্রমই পারে একজন উদ্যোক্তাকে তার সাফল্যের দ্বারে পৌঁছে দিতে। মেকআপ একটি আর্ট এবং এ আর্টের আর্টিস্ট যে কেউ হতে পারেন; হোক সে পুরুষ, নারী অথবা তৃতীয় লিঙ্গের। Hotel Mega International Convention Hall-এ সম্প্রতি জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল দিনব্যাপী এ প্রফেশনাল মাস্টার ব্রাইডাল ক্লাস। ক্লাসটির আয়োজন করেছিলেন চট্টগ্রাম শহরের সবার প্রিয় অর্গানাইজার তাশলিমা আক্তার।