Logo
Logo
×

সুরঞ্জনা

আয়োজন

৩০০ উদ্যোক্তা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Icon

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইন্ট্রাকো কনভেনশন হলে ১৮ ফেব্রুয়ারি জমকালো আয়োজন এর মাধ্যমে শুরু হয়েছে এশিয়ান ব্রাইডাল মাস্টার ক্লাস। এবারের ক্লাসে ছিল এশিয়ান ব্রাইডাল লুক এবং ১৫টির বেশি হেয়ার স্টাইল, প্রোডাক্ট সম্পর্কে ধারণা।

এবারের ব্রাইডাল ক্লাসের মূল আকর্ষণ ছিল শুধু নারীদের মেকাপ শেখানো নয়, তাদের মধ্যকার সুপ্ত উদ্যোক্তাদের বের করে আনাও।

এই ক্লাসে কেবল ঢাকা নয়, ঢাকার বাইর থেকে যেমন দিনাজপুর, ফরিদপুর, নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রাম থেকে অনেক উদ্যোক্তারা সংযুক্ত হয়েছেন। মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজ প্রশিক্ষণ প্রদান করেন অনুজ মেকাপ আর্টিস্টদের। বাংলাদেশে হাজারের বেশি প্রশিক্ষণ দিয়েছেন নাদিয়া আফরোজ। পাশাপাশি দেশের বাইরেও প্রশিক্ষণ দিয়েছেন এ মেকআপ আর্টিস্ট।

এবারের ওয়ার্কশপে মেকাপের পাশাপাশি কীভাবে নারী তার মেধা কাজে লাগিয়ে ভবিষ্যতে উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারবেন সে সম্পর্কেও প্রশিক্ষণ প্রদান করা হয়।

নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে নাদিয়া আফরোজ বলেন, শুধু মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলের ওপর ক্লাস করলেই হবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি যে কোনো কাজ পরিশ্রম ও সততার সঙ্গে করে নারীদের এগিয়ে আসতে হবে সামনের কাতারে। তবেই নারীর মুক্তি মিলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম