Logo
Logo
×

সুরঞ্জনা

শুভেচ্ছাবার্তা

নারীর পাশে যুগান্তর

Icon

ওমর ফারুক রুবেল ও রুকাইয়া সাওম লীনা

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রজতজয়ন্তী পূর্ণ করে ছাব্বিশ বছরে পদার্পণ করেছে দৈনিক যুগান্তর। নারীর অগ্রযাত্রা ও অধিকার আদায়ের সংগ্রামে বরাবরই নারীর পাশে ছিল যুগান্তর। রজতজয়ন্তী পূর্ণ করে ছাব্বিশ বছরে পদার্পণ উপলক্ষ্যে যুগান্তর পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিশিষ্ট্য নারী ব্যক্তিত্বরা। গ্রন্থনা : ওমর ফারুক রুবেল ও রুকাইয়া সাওম লীনা

ডা. ফাওজিয়া মোসলেম

অনেক ধন্যবাদ যুগান্তরকে; এ শুভক্ষণে বাংলাদেশ মহিলা পরিষদকে মনে করার জন্য। যুগান্তরকে রজতজয়ন্তীর শুভেচ্ছা। যুগান্তরের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। যুগান্তরের সুরঞ্জনা পাতাসহ বিভিন্ন পাতায় নারীবিষয়ক যেসব খবর প্রকাশিত হয়, সেগুলো অনেক সময় আমাদের কাজে সহায়তা করে। যুগান্তরের দীর্ঘ যাত্রা কামনা করছি। যুগান্তর সব সময় মানুষের পাশে, নারীর পাশে থাকবে, এ প্রত্যাশা রাখছি। সভানেত্রী, বাংলাদেশ মহিলা পরিষদ

ড. ফাতেমা রেজিনা ইকবাল

যুগান্তরের জন্ম থেকে এর সঙ্গে পথচলা। সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। আমি যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি চাই, সবাই যুগান্তর পড়ুক। যুগান্তর পাঠকের হাতে হাতে পৌঁছে যাক। যুগান্তরকে রজতজয়ন্তীর শুভেচ্ছা রইল। ভারপ্রাপ্ত চেয়্যারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাবি

গীতা দাস

যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নারীপক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ পত্রিকা নারীর প্রতি সাধারণত ইতিবাচক মনোভাব নিয়ে খবর প্রকাশ করে থাকে। আশা করি, ভবিষ্যতেও পত্রিকাটি এ ধারা অব্যাহত রাখবে। নারী অধিকার নিশ্চিতকরণে পত্রিকাটির কার্যকর ভূমিকা পালন এবং এর বহুল প্রচার প্রত্যাশা করি। সভানেত্রী, নারীপক্ষ

জিনাত আরা হক

যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আমরাই পারি জোটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘসময় নারী অধিকার প্রশ্নে আমরাই পারি যুগান্তরকে পাশে পেয়েছে। নারী আন্দোলনের একজন সহযোদ্ধার মতো সুরঞ্জনা পাতাটি ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবে, এ প্রত্যাশা করছি। প্রধান নির্বাহী, আমরাই পারি জোট

মাহফুজা রহমান তানিয়া

আমার অন্যতম প্রিয় একটি পত্রিকা দৈনিক যুগান্তর। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহসী এক পত্রিকা। দীর্ঘ ২৫ বছরে এমন সাহসী অনেক প্রমাণ দিয়েছে দৈনিক যুগান্তর। আমার ভালো লাগে এ পত্রিকার সব বিভাগেই থাকে নানা খবর। যে খবরে দেশ-বিদেশ সম্পর্কে আমি জানতে পারি। রজতজয়ন্তীতে শুভেচ্ছা জানাই দৈনিক যুগান্তর পরিবারকে। সাবেক তারকা সাঁতারু

মাবিয়া আক্তার সীমান্ত

খেলাধুলাসহ যুগান্তরের অন্য খবরগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে। রজতজয়ন্তী পূর্ণ করেছে পত্রিকাটি। সামনের পথ চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস, চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও দীর্ঘপথ পাড়ি দেবে যুগান্তর। পেশাদারত্বের মাধ্যমে সামনের কঠিন পথ পাড়ি দেবে। অর্জন করবে আরও পাঠকপ্রিয়তা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। শুভকামনা রইল দৈনিক যুগান্তরের জন্য। স্বর্ণজয়ী ভারোত্তোলক

শিরিন আক্তার

যুগান্তর এরই মধ্যে আড়াই দশক পার করল। এ দীর্ঘ পথচলায় পাঠকের মন জয় করে প্রমাণ করল, সত্য প্রকাশে পিছ পা হয় না যুগান্তর। দীর্ঘ এ সময় ধরে সংবাদপত্রের মান ধরে রাখা খুবই কঠিন। যে কাজটি করে যাচ্ছে দৈনিক যুগান্তর। আমরা চাই, দৈনিক যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখুক। রজতজয়ন্তীতে অনেক অনেক শুভেচ্ছা দৈনিক যুগান্তরকে। দেশের দ্রুততম মানবী

শিরিন সুলতানা

২৫ পেরিয়ে ২৬-এ পা দিল দৈনিক যুগান্তর। আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি অবদান রেখেছে প্রিয় এ পত্রিকাটি। আমার মনে পড়ে, ২০১১ সালে ক্যারিয়ারের শুরুতে একটি সাক্ষাৎকার ছেপেছিল পত্রিকাটি; যা এখনো আমার সংগ্রহে রয়েছে। খেলা ছেড়েছি, কিন্তু যুগান্তরের প্রতি ভালোবাসায় এতটুকু ছেদ পড়েনি। প্রিয় এ পত্রিকার রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে অনেক অনেক শুভেচ্ছা রইল। সাবেক স্বর্ণজয়ী কুস্তিগির

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম