Logo
Logo
×

সুস্থ থাকুন

জেনে নিন

বিশেষজ্ঞের উত্তর

Icon

ডা. একেএম মাহমুদুল হক খায়ের

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ত্বক, যৌন, অ্যালার্জি ও কসমেটিক সার্জন সিনিয়র কনসালটেন্ট (এক্স), বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

ফোন : ০১৯৯০০০০১৯১

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ৩৭। মুখে বলিরেখা ও বয়সের চিহ্ন আমাকে নিরাশ করেছে।

-ফারজানা, কাপাসিয়া

উত্তর : অত্যাধুনিক মেসোথেরাপি কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই আপনার মুখের ত্বক স্বাভাবিক করতে সক্ষম।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪৮। বর্তমানে আমি সহবাসে অক্ষম। এতে আমি বিব্রত। -আঃ রহীম, নবাবপুর, ঢাকা

উত্তর : আপনি সম্ভবত পুরুষত্বহীন হবার পথে। আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে কোনো পার্শ্ব-ক্রিয়া ছাড়াই আপনাকে সুস্থ করা সম্ভব।

প্রশ্ন : দীর্ঘদিন আমার পায়ের আঙুলের ফাঁকে ঘা। অনেক মলম লাগিয়েছি। ঘা সারেনি। -সালমা বেগম, পল্লবী, ঢাকা

উত্তর : আপনার রোগটির নাম ‘ইন্টারট্রাইগো’। রোগটি সঠিকভাবে শনাক্ত করে উপদেশ দিয়ে চিকিৎসা করলে অবশ্যই আপনার রোগটি ভালো হয়ে যাবে।

প্রশ্ন : আমার মুখে, বুকে, পিঠে ব্রণ। অনেক চিকিৎসা করেও পরিত্রাণ পাচ্ছি না। -আফিফা, ঢাকা ভার্সিটি, ঢাকা

উত্তর : আপনি হরমোনজনিত সমস্যায় ভুগছেন। সফল চিকিৎসা অত্যাধুনিক রেডিও সার্জারি। সাথে হরমোন থেরাপি নিতে হবে। আপনি দ্রুত সেরে উঠবেন। এতে নেই পার্শ্বক্রিয়া।

প্রশ্ন : আমার সন্তানের বয়স ১২। তার মুখে ছোট ছোট মুক্তার দানার মত সাদা ফুসকুড়ি রয়েছে। আমি এতে আতঙ্কিত।

-সুষমা, কলাবাগান, ঢাকা

উত্তর : আপনার রোগটি সম্ভবত ‘মলাসকাম কন্টাজিওসামা’ এটি একটি ভাইরাসজনিত রোগ। খালিচোখে না দেখে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

প্রশ্ন : বেশ কিছুদিন থেকে আমার দেহের ত্বক লাল হয়ে চাকা চাকা হয়ে চুলকানি হচ্ছে। চুলকানির ওষুধ খেয়ে কমছে না।

-রাফিনা বেগম, আজিমপুর, ঢাকা

উত্তর : আপনার রোগটির নাম এলার্জিক আরটিক্যারিয়া। এর কার্যকরী চিকিৎসা রয়েছে।

প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৪০। আমার স্তন নরম হয়ে গেছে। এ থেকে পরিত্রাণের উপায় আছে কি? -গুলশান আরা, বনানী, ঢাকা।

উত্তর : অত্যাধুনিক ‘রেডিও ফ্রিকোয়েন্সি’ ওয়েবস এর মাধ্যমে কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়া আপনার স্তন টান টান করে শিথিলতা দূর করা সম্ভব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম