Logo
Logo
×

খেলা

তিন বছর পর টেস্ট দলে এনামুল

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরলেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট চারদিনে হারার পর বুধবার দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। চট্টগ্রামে সোমবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে চারটি সেঞ্চুরি করার পুরস্কার পেলেন ৩২ বছর বয়সি কিপার-ব্যাটার বিজয়। কাল আবাহনীর বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি করেছেন তিনি। ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার টেস্ট খেলেছিলেন বিজয়। তাকে জায়গা করে দিতে দলের বাইরে চলে যেতে হয়েছে জাকির হাসানকে। এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাবেন পেসার নাহিদ রানা। তাই তার জায়গায় নেওয়া হয়েছে বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে। টেস্ট দলে প্রথম ডাক পেলেন তিনি।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম