ময়মনসিংহেই ফেডারেশন কাপ ফাইনালের শেষ ১৫ মিনিট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেডারেশন কাপ ফাইনালের স্থগিত অংশের ১৫ মিনিটের খেলা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের ১০৫ মিনিটে কালবৈশাখী ঝড়ে খেলা স্থগিত হয়ে যায়। এ সময় ম্যাচ অমীমাংসিত ছিল ১-১ গোলে। শেষেরদিকে লাল কার্ড দেখেন কিংসের ফয়সাল আহমেদ ফাহিম। দশজনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা।
সেমিতে ওমানকে পেল বাংলাদেশ
এএইচএফ কাপে বি-গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ চারে শক্তিশালী ওমানকে পেয়েছে লাল-সবুজরা। এ-গ্রুপে চাইনিজ তাইপের সঙ্গে শেষ ম্যাচে ড্র করে গোল ব্যবধানে রানার্সআপ হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে ওমান।
