|
ফলো করুন |
|
|---|---|
ম্যাচ যখন গোলশূন্য ড্র হওয়ার পথে, তখনই রিয়াল মাদ্রিদের ত্রাতা হিসাবে আবির্ভূত হন ফেদে ভালভের্দে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের এই মিডফিল্ডার। উল্লাসে ফেটে পড়ে বার্নাব্যু। রোববার রাতে ঘরের মাঠে শেষ মুহূর্তের ওই গোলে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে রইল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া রিয়াল। ৩২ ম্যাচ শেষে শীর্ষে বার্সেলোনা (৭৩)। তাদের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে দুইয়ে রিয়াল (৬৯)। ম্যাচ বাকি আর ছয়টি করে। এর মধ্যে আগামী ১১ মে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বার্সার মাঠে মৌসুমের শেষ এল ক্লাসিকোই হতে পারে লা লিগার শিরোপা নির্ধারক। তার আগে শনিবার কোপা দেল রে’র ফাইনালে আরেকবার দেখা হবে বার্সা ও রিয়ালের।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এবার সবার আগে শিরোপার নিষ্পত্তি হয়েছে ফরাসি লিগে। আর সবচেয়ে জমজমাট লড়াই চলছে ইতালির সেরি-এ লিগে। রোববার বোলোনিয়ার কাছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের ১-০ গোলের হারে উন্মুক্ত হয়ে গেছে শিরোপা রেস। ৩৩ ম্যাচ শেষে ইন্টার মিলান ও নাপোলির সংগ্রহ সমান ৭১ পয়েন্ট করে। ম্যাচ বাকি পাঁচটি করে।
স্পেন ও ইতালির মতো শিরোপার লড়াই শেষ রাউন্ডে গড়ানোর সম্ভাবনা নেই ইংল্যান্ড ও জার্মানিতে। ইংলিশ প্রিমিয়ার লিগে বাকি পাঁচ ম্যাচের একটিতে জিতলেই চ্যাম্পিয়ন লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের (৬৬) চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে অলরেডরা (৭৯)। রোববার লিভারপুলের কাছে ১-০ গোলের হারে অবনমন নিশ্চিত হয়ে গেছে লেস্টার সিটির। এছাড়া বুন্দেসলিগায় শিরোপা পুনরুদ্ধার করতে বাকি চার ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রয়োজন মাত্র পাঁচ পয়েন্ট। ৩০ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেনের (৬৪) চেয়ে আট পয়েন্টে এগিয়ে বায়ার্ন (৭২)।
