Logo
Logo
×

খেলা

সেরা একাদশে নিগার-শারমিন

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে আলো ছড়িয়ে টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিলেন বাংলাদেশের নিগার সুলতানা ও শারমিন আক্তার। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসাবে আছেন বাংলাদেশের লেগ-স্পিনার রাবেয়া খান। রোববার সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ছয় দলের বাছাইপর্বে শীর্ষ দুইয়ে থেকে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। পাঁচ ম্যাচের সবকটিই জিতেছে পাকিস্তান। সমান তিনটি করে ম্যাচ জিতলেও রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। সেরা একাদশে পাকিস্তানের চারজন, ওয়েস্ট ইন্ডিজের তিনজন এবং বাংলাদেশ ও স্কটল্যান্ডের দুজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন। অধিনায়ক পাকিস্তানের ফাতিমা সানা। বাংলাদেশ অধিনায়ক নিগার একাদশে আছেন কিপার-ব্যাটার হিসাবে। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে তৃতীয় সর্বোচ্চ ২৪১ রান করার পাশাপাশি পাঁচটি ডিসমিসাল করেছেন নিগার। অন্যদিকে তিন ফিফটিতে ২৬৬ রান করছেন শারমিন, যা আসরে দ্বিতীয় সর্বোচ্চ। পাশাপাশি একটি ক্যাচ নিয়েছেন তিনি। দ্বাদশ ক্রিকেটার রাবেয়া ওভারপ্রতি মাত্র ৩.৭২ করে রান দিয়ে নিয়েছেন ছয় উইকেট।

নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশ

হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মুনীবা আলী (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেট কিপার), ফাতিমা সানা (পাকিস্তান, অধিনায়ক), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ অ্যালাইন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাস্রা সান্ধু (পাকিস্তান), সাদিয়া ইকবাল (পাকিস্তান)। দ্বাদশ খেলোয়াড় : রাবেয়া খান (বাংলাদেশ)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম