
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
গত ২৪ মার্চ বিকেএসপিতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ঢাকার বনানী ডিওএইচএসের বাসায় প্রথম ঈদ করলেন তামিম ইকবাল। মোহামেডান অধিনায়ক এখন শঙ্কামুক্ত। তবে শারীরিক দুর্বলতা পুরোপুরি কাটেনি। উন্নত চিকিৎসার জন্য তামিমকে তার পরিবার বিদেশে নিয়ে যাচ্ছে। সোমবার রাতের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাবেন তিনি। সেখানে চিকিৎসক ডা. মাউরিস চু’কে দেখাবেন তামিম। তার পারিবারিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। ডা. মাউরিস চু একজন হৃদরোগ বিশেষজ্ঞ। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী পরামর্শ দিয়েছিলেন তামিমকে ইংল্যান্ডে নিয়ে চিকিৎসা করাতে। তামিমের ভিসা থাকলেও পরিবার ও তার বন্ধুদের ইংল্যান্ডের ভিসা নেই। তাই সিঙ্গাপুরকে বেছে নিয়েছে তার পরিবার।
এদিকে তামিমের সঙ্গে দেখা করার জন্য প্রতিদিনই ক্রিকেটার ও বন্ধুবান্ধবরা চেষ্টা করছেন। কিন্তু কারও সঙ্গে তিনি এই মুহূর্তে দেখা করছেন না। শুধু পরিবার ও কাছের দু-একজন বন্ধু তার সঙ্গে কথা বলছেন। বেশিক্ষণ কথা বললে কিংবা এক জায়গায় বসে থাকলে ক্লান্তি বোধ করেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। চিকিৎসকের পরামর্শ মেনেই বাইরের কারও সঙ্গে দেখা করছেন না তিনি। চিকিৎসকরা তাকে লম্বা সময় বিশ্রামে থাকতে বলেছেন। তামিম চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।
গত মাসে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান-শাইনপুকুর ম্যাচে তামিম বুকে ব্যথা অনুভব করার পর জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বিকেএসপির কাছে কেপিজে হাসপাতালে পরীক্ষায় ব্লক ধরা পড়ে। দ্রুত রিং বসানো হয়। একদিন পর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। চারদিন পর তিনি বাসায় ফেরেন।