
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০২:৪২ পিএম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
প্রায় এক বছর পর লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবার ঘরের মাঠে। সিরিজ জেতা উচিত বলে মনে করছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। তার ধারণা, চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতাটাই স্বাভাবিক।
কাল মিরপুর স্টেডিয়ামে খালেদ মাহমুদ বলেন, ‘২-০তে জেতাই উচিত। এই কন্ডিশন, গরমে আমরা শক্তিশালী দল। আমাদের কিছুটা খারাপ সময় গেছে বলে কথা হচ্ছে। আশা করছি আমরা জিতব।’ তিনি বলেন, ‘আমরা ভালো করলে জিতব। এমন নয় যে আমরা বড় দল। মিডিয়াম একটি দল। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় আছে দলে।’
এদিকে বাংলাদেশ টি ২০ দলের নতুন অধিনায়ক নিয়ে জল্পনা শুরু হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের নিয়ে আলোচনা হচ্ছে। খালেদ মাহমুদ জানালেন, তিনজনই যোগ্য। লিটনকে আগে ফর্মে ফিরতে বললেন। তিনি বলেন, ‘তারা সবাই প্রস্তুত। এত বছর ধরে খেলছে। লিটন বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছে। তার সামর্থ্য সম্পর্কে আমরা জানি। এটা অবশ্য বোর্ড ও নির্বাচকদের সিদ্ধান্ত। আমি যদি বলি তাসকিন, মিরাজ, শান্ত, লিটন-এই ব্যাচের অনেক ছেলে আছে। যে কেউ অধিনায়ক হতে পারে। তবে লিটন হলে খারাপ হবে না।’
তিনি বলেন, ‘আমি বলছি না যে, লিটনকে টি ২০ অধিনায়ক করতে হবে। আগে সে ফর্মে ফিরুক। আমি এখনো মনে করি, লিটন বাংলাদেশের টপ ব্যাটার। খারাপ সময় থাকতেই পারে। সে চেষ্টা করছে, কষ্ট করছে। ওর বয়সও খুব বেশি হয়নি।’ পেস বোলারদের বাংলাদেশ নেতৃত্বে আনতে চায় না ইনজুরিতে পড়ার ভয়ে। এজন্যই তাসকিনের মতো পারফর্ম ক্রিকেটাররা সুযোগ পান না। এ বিষয়ে খালেদ মাহমুদ বলেন, ‘পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবে না, একথা ঠিক নয়।’