
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
লিগ ওয়ানের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গরিমা এর আগে আর কোনো দলের হয়নি। সেই গৌরব স্পর্শ করল পিএসজি। রেকর্ড ১৪তম লিগ শিরোপা জিতল তারা এঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে। পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকের জন্য এ এক অনন্য অর্জন। তার স্বপ্ন অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার। ছয় ম্যাচ হাতে রেখে টানা চতুর্থবার লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হলো লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সাবেক দল। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৫৫ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন পিএসজির টিনএজ উইঙ্গার দেসাইয়ে দুয়ে। ১৯ বছর বয়সি দুয়ে পিএসজিতে নিজের প্রথম মৌসুমে ১১ গোল করলেন। ১১টি অ্যাসিস্টও রয়েছে তার।