
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে নিজের অভিষেকে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছেন হামজা চৌধুরী। গত ২৫ মার্চ শিলংয়ে লাল-সবুজ জার্সি গায়ে প্রথম মাঠে নামা মিডফিল্ডার হামজা এখন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার এবার এক নতুন রেকর্ড গড়লেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অনুসারী সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। তাকে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুই আনন্দিত।’
গত বছরের ৮ অক্টোবর তিনি ফেসবুকে নিজের নামে পেজ খুলেছেন। খুব বেশি আপডেট দেননি। এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন ঝাঁকড়া চুলের এই ফুটবলার। ইতোমধ্যে ৫৩ লাখ বার এই ভিডিও দেখা হয়েছে। এবার তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে গেল, যা তার প্রতি ভক্তদের অকুণ্ঠ ভালোবাসার বহিঃপ্রকাশ।