Logo
Logo
×

খেলা

‘ম্যারাডোনাকে ছেড়ে দেওয়া হয়েছিল ভাগ্যের হাতে’

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মস্তিষ্কে অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান দিয়েগো ম্যারাডোনা। বুয়েনস এইরেসের ভাড়া বাসায় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির চিকিৎসায় নিয়োজিত সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে করা মামলার বিচার চলছে সান ইসিদরো আদালতে। সরকারি কৌঁসুলিদের অভিযোগ, সঠিক চিকিৎসা না দিয়ে ম্যারাডোনাকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। মহানায়কের শেষ দিনগুলোকে তারা ‘হরর থিয়েটার’ বলেছেন। সাক্ষীদের বয়ানেও উঠে আসছে চিকিৎসায় অবহেলার ভয়াবহ চিত্র। ম্যারাডোনার মৃত্যুর পর প্রথম যারা সেখানে উপস্থিত হন, পুলিশ কর্মকর্তা লুকাস ফারিয়াস তাদের অন্যতম। মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে এসে তিনি জানান, যেখানে ম্যারাডোনার চিকিৎসা চলছিল, সেখানে চিকিৎসার কোনো সরঞ্জাম তিনি দেখেননি। লুকাস বলেছেন, ‘যে কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় দিয়েগোকে, সেখানে চিকিৎসার কোনো সরঞ্জাম দেখিনি আমি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম