হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে সোমবার আনন্দঘন একদিন কাটিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী। মাত্র আধাঘণ্টা বিশ্রাম নিয়ে তিনি বেরিয়ে পড়েন সবার সঙ্গে কুশল বিনিময় করতে। অনেকদিন পর তাকে কাছে পেয়ে স্বজনরা আপ্লুত। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন। দীর্ঘ ভ্রমণ শেষে বিশ্রামের সুযোগ পাননি তিনি। মঙ্গলবার সকালে হামজা ঘুমাতে যান। বিকাল সাড়ে ৩টায় ঘুম থেকে উঠে হামজা আবার ব্যস্ত হয়ে ওঠেন। সন্ধ্যার আগে তিনি সিলেটের পথে রওনা হন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৩০ মিনিটের ফ্লাইটে সপরিবারে ঢাকায় উড়াল দেন হামজা। এর আগে বিকালে নিজ বাড়িতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এই মিডফিল্ডার। সিলেট থেকে বিমানে হামজা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন রাত ৯টা ৪০ মিনিটে। হামজাসহ জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার নিয়ে আজ দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন কোচ হাভিয়ের কাবরেরা। এরপর সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় প্রথমবার জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন হামজা। রুদ্ধদ্বার অনুশীলনে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ।