Logo
Logo
×

খেলা

অথচ, মারাই যাননি তিনি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জীবিত ফুটবলারকে মৃত ভেবে সম্মান জানানোর বিব্রতকর ঘটনায় তোলপাড় বুলগেরিয়ার শীর্ষ লিগে। রোববার ক্লাবের সাবেক ফুটবলার পেতকো গানচেভের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে আর্দা কারজালি ক্লাবে। লেভস্কি সোফিয়ার বিপক্ষে তাদের লিগ ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় মাঠে। গানচেভের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শুরু হয় খেলা। কিন্তু ম্যাচের মাঝপথে খবর আসে, গানচেভ মারা যাননি! তখনই ভুল খবরে বিভ্রান্ত হয়ে এমন কাণ্ড ঘটানোর জন্য গানচেভ ও তার পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দেয় ক্লাব কর্তৃপক্ষ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম