Logo
Logo
×

খেলা

তাসকিনের অন্যরকম ‘সেঞ্চুরি’

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুই অধিনায়কের শতকে নিজ নিজ ম্যাচে জিতেছে আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে (১০১) আবাহনী চার উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। এনামুল হক বিজয়ের ১৪৯* রানের দুর্দান্ত ইনিংসে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬৫ রানে জয়ী হয় মোহামেডানের বিপক্ষে। দুজনই হয়েছেন ম্যাচসেরা। মঙ্গলবার দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় বিকেএসপিতে। মিরপুরে দিনের অপর ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক।

ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথমদিনে মোহামেডানের তারকা পেসার তাসকিন আহমেদ অন্যরকম এক ‘সেঞ্চুরি’ করেন। এই সেঞ্চুরি ব্যাট হাতে নয়, বল হাতে। মানে, ১০ ওভারে তিন উইকেট নিতে তাসকিন দিয়েছেন ১০৭ রান। ঢাকা প্রিমিয়ার লিগ তো বটে, দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি সবচেয়ে খরুচে বোলিংয়ের নজির।

প্রথমে ব্যাট করা গাজী গ্রুপ ক্রিকেটার্স এনামুল হক বিজয়ের দেড়শ ছুঁই ছুঁই ইনিংস এবং সাদিকুর রহমান (৬০) ও তোফায়েল আহমেদের (৬৩) ফিফটির সহায়তায় ৩৩৬ রান করে পাঁচ উইকেটে। ১০৭ রানে তিন উইকেট নেওয়া তাসকিন মোহামেডানের সবচেয়ে সফল বোলার। জবাবে মোহামেডান ২৭১ রানের বেশি যেতে পারেনি। রনি তালুকদার (৭৪) ফিফটি পেলেও অধিনায়ক তামিম ইকবাল (৪৮) ও মুশফিকুর রহিম (৪৯) হাফ সেঞ্চুরি মিস করেন। চার উইকেট নেন আবদুল গাফফার সাকলাইন। আবাহনীর জয়ের নায়কও সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। তার ১০১, জিশান আলমের ৪৩ এবং মুমিনুল হকের অপরাজিত ৩৫ রানের সৌজন্যে আবাহনী (২৯৩/৬) আট বল ও চার উইকেট হাতে রেখে টপকে যায় রূপগঞ্জকে (২৯২/৬)। রূপগঞ্জের ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি সাইফ হাসান (৬৭) ও মাহমুদুল হাসানের (৫৮)। জাকের আলী ৩৫*। দুটি করে উইকেট নেন নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন।

চারটি ফিফটির সৌজন্যে ৩০৮/৫ রান করা প্রাইম ব্যাংক ৫৫ রানে হারায় ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে (২৫৩/১০)। জয়ী দলের সাব্বির হোসেন (৫০), জাকির হাসান (৬৪), ইরফান শুক্কুর (৫৬*) ও শামীম হোসেন (৬২*) অর্ধশত রানের ইনিংস খেলেন। তিনটি উইকেট নেন মঈন খান। বিফলে যায় ধানমন্ডির ফজলে মাহমুদের ৭৯ রানের ইনিংস। তিনটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও আরাফাত সানি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম