Logo
Logo
×

খেলা

হেরেই চলেছে পাকিস্তান

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাবর, রিজওয়ানদের বাদ দিয়ে টি ২০তে নতুনভাবে শুরু করতে গিয়ে পাকিস্তান যেন উলটো ফিরে গেছে সাদা-কালো যুগে। নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছে না সালমান আগার দল। সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে অলআউট হয়ে নয় উইকেটে হারার পর মঙ্গলবার ডানেডিনে বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা দ্বিতীয় টি ২০তে পাকিস্তান হেরেছে পাঁচ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান নয় উইকেটে করে ১৩৫ রান। জবাবে মেডেন ওভার দিয়ে বোলিং শুরু করা শাহিন আফ্রিদি নিজের দ্বিতীয় ওভারে দেন ২৬ রান। এক ওভারেই তাকে চারটি ছক্কা হাঁকান টিম সেইফার্ট! ইনিংসের দ্বিতীয় ওভারে আরেক পেসার মোহাম্মদ আলীকে তিনটি ছক্কা মারেন ফিন অ্যালেন। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের ম্যাচে প্রথম তিন ওভারে সর্বোচ্চ সাত ছক্কার রেকর্ড এটি। টর্নেডো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের দুই ওপেনারই পাঁচটি করে ছক্কা মেরে ম্যাচ থেকে ছিটকে দেন পাকিস্তানকে। ম্যাচসেরা সেইফার্ট ২২ বলে ৪৫ ও অ্যালেন ১৬ বলে ৩৮ করে ফেরার পর কয়েকটি উইকেট পড়লেও ১১ বল বাকি থাকতে জয় তুলে নেয় কিউইরা।

এর আগে পাকিস্তানের ইনিংসে ২৮ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক সালমান আগা। এছাড়া বিশের ঘরে যেতে পারেন শুধু শাদাব খান (২৬) ও শাহিন (২২*)। শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ম্যাচ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম