Logo
Logo
×

খেলা

মুস্তাকিম একাই অপরাজিত ৪০৪

ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করা সাদ পারভেজ বল হাতে নিয়েছে চার উইকেট

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অবিশ্বাস্য এক ইনিংস খেলে ইতিহাস গড়েছে ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে সেন্ট গ্রেগরির বিপক্ষে ৫০ চার ও ২২ ছক্কায় সে ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছে, যা দেশের স্কুল কিংবা স্বীকৃত যে কোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মুস্তাকিমের ইনিংসে ভর করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে দুই উইকেটে ৭৭০ রান করে। এই ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়ে সাদ পারভেজ। সাদ ১২৪ বলে করে ২৫৬* রান।

অন্যদিকে ইতিহাস গড়া মুস্তাকিম খেলেছে ১৭০ বল। মুস্তাকিম-সাদ পারভেজের ম্যারাথন দুটি ইনিংসই ক্যামব্রিয়ানের ৭৩৮ রানের বিশাল জয়ের ভিত গড়ে দেয়। লক্ষ্য তাড়ায় ১১.৪ ওভারে সেন্ট গ্রেগরি গুটিয়ে যায় মাত্র ৩২ রানে। ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করা সাদ পারভেজ বল হাতে নিয়েছে চার উইকেট। এছাড়া মাত্র ১১ রানে ছয় উইকেট নেয় হাসান হৃদয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম