হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে আনন্দঘন একদিন কাটিয়েছেন সোমবার সিলেটে আসা বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী। আগের দিন বিকালে বাড়িতে আসার পর ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মাত্র আধা ঘণ্টা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েন অপেক্ষমাণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে। সন্ধ্যায় অতিথিদের নিয়ে ইফতার করেন। এরপর কুশল বিনিময়। রাত কাটে বিভিন্ন স্থান থেকে আসা স্বজনদের সঙ্গে আড্ডায়। রাতভর আড্ডায় মেতে ছিলেন হামজা। অনেক দিন পর তাকে কাছে পেয়ে স্বজনরা আপ্লুত। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন। দীর্ঘ ভ্রমণ শেষে বিশ্রামের সুযোগ পাননি তিনি। মঙ্গলবার সকালে হামজা ঘুমাতে যান। বিকাল সাড়ে ৩টায় ঘুম থেকে ওঠেন। এদিকে কাল সকাল থেকে তার বাড়িতে ভিড় করতে থাকেন সাধারণ মানুষ। বিভিন্ন স্থান থেকে মানুষজন এসে বাড়িতে জমায়েত হন। তাদের দীর্ঘ অপেক্ষা। কখন ঘুম ভাঙবে প্রিয় ফুটবলার হামজার। অবশেষে প্রতিক্ষার অবসান হয় বিকাল সাড়ে ৩টায়। ঘুম থেকে জেগেই তিনি আবার ব্যস্ত হয়ে ওঠেন। ঘনিয়ে আসতে থাকে তার ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার সময়। সন্ধ্যার আগে তিনি সিলেটের পথে রওয়ানা হন। সেখান থেকে ঢাকা।