Logo
Logo
×

খেলা

রূপগঞ্জের ‘রূপ’ কেড়ে নিল মোহামেডান

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পঞ্চম রাউন্ডে মিরপুরে শনিবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচকে একপেশে বানিয়ে মোহামেডান ৯৪ রানের বড় ব্যবধানে জিতেছে। বিকেএসপির তিন নম্বর মাঠে মুমিনুল হকের ৯২ রানের ইনিংসে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনী জিতেছে ৮০ রানে। বিকেএসপির চার নম্বর মাঠে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে প্রাইম ব্যাংক হেরেছে ৯৪ রানে। আবাহনী, মোহামেডান ও গাজী গ্রুপের পাঁচ ম্যাচে এটি চতুর্থ জয়।

প্রথমে ব্যাট করা মোহামেডানের তাওহিদ হৃদয় ৬৬ এবং মাহিদুল ইসলাম ৪২ রান করেন। নয় উইকেটে ২৫৩ করে মোহামেডান। চার উইকেট নেন রূপগঞ্জের বাঁ-হাতি পেসার শরীফুল ইসলাম। জবাবে লেজে-গবোরে ব্যাটিংয়ে ৫৭ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে রূপগঞ্জ। শেষদিকে শেখ মেহেদী হাসানের (৪৩) ব্যাটিংয়ে দেড়শ পার করে তারা। ৩৭.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয় রূপগঞ্জ। মেহেদী হাসান মিরাজ তিন মেডেনসহ ৩৮ রানে নেন চার উইকেট। তাসকিন আহমেদ পান তিন উইকেট।

মোহাম্মদ মিঠুনের ৭১ এবং মুমিনুল হকের ৭৪ বলে ৯২ রানের ঝড়ো ইনিংসে তিনশ (৩১০) পার করে আবাহনী। মুমিনুলের ইনিংসে সাতটি চার ও চারটি ছক্কা। জবাবে অধিনায়ক মাইশুকুর রহমান লড়াই করলেও অন্যদের মন্থর ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি ব্রাদার্স। মাইশুকুর ৭৮ বলে ৮৪ রান করেন। ৪৯ বলে ১৬ রানের ‘টেস্ট ইনিংস’ খেলেন আইচ মোল্লা। সাত উইকেটে ২৩০ রান করে ব্রাদার্স। সাত ওভারে মাত্র ১২ রান দিয়ে দুটি উইকেট নেন মোসাদ্দেক হোসেন। এবারের আসরে চারশ পেরোনো ইনিংসে রেকর্ড গড়া প্রাইম ব্যাংক কাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাত্র ৮৯ রানে অলআউট হয়েছে। আগে ব্যাট করে গাজী গ্রুপ ১৮৩ রান করে। পাঁচ ম্যাচে এটি গাজীর চতুর্থ জয়। সমান ম্যাচে প্রাইম ব্যাংকের তৃতীয় হার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম