স্পেশাল অলিম্পিকে ফ্লোরবলে স্বর্ণজয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
স্পেশাল উইন্টার অলিম্পিকের ফ্লোরবল ডিসিপ্লিনে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। শনিবার ইতালির তুরিনে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারিয়ে এই পদক জেতে। অধিনায়ক স্বর্ণা, ফাতেমা তাবাল্লিন ও ফাবিয়া একটি করে গোল করেন। আগের দিন ভারতকে হারিয়ে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে ওঠে বাংলাদেশ। ফ্লোরবল দলের কোচ বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন। দলনেতা সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম এবং উপদলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা। বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে দুই ধরনের অলিম্পিক গেমস হয়। যারা শারীরিক প্রতিবন্ধী, তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে প্রতিবন্ধী তারা স্পেশাল অলিম্পিকে অংশ নেন। আগের আসরেও এই ডিসিপ্লিনে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। উইন্টার স্পেশাল অলিম্পিকসে বাংলাদেশ শুধু ফ্লোরবলে অংশ নেয়।