সুপার ওভারে শূন্য রানে ইনিংস শেষ। মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি ২০ সিরিজে এই ঘটনা ঘটেছে। হংকংয়ের বিরুদ্ধে সুপার ওভারে বাহরাইনের ইনিংস শেষ হয় কোনো রান না করে। টস জিতে প্রথমে ব্যাট করে হংকং ২০ ওভারে সাত উইকেটে ১২৯ রান তোলে। রান তাড়া করতে নেমে বাহরাইনও ২০ ওভারে ১২৯ রান করে। নিয়ম অনুযায়ী, এরপর সুপার ওভার হয়। সেখানে দ্বিতীয় বলে বাহরাইনের আহমের বিন নাসির আউট হন। তিনি কোনো রান করতে পারেননি। দলের রানও তখন শূন্য। পরের বলেই আউট সোহেল আহমেদ। শূন্য রানে দুই উইকেট হারায় বাহরাইন। আইসিসির টি ২০ ক্রিকেটের ‘সুপার ওভার প্রসিডিয়োর’ নিয়মের দুই নম্বর ধারা অনুযায়ী, দুই উইকেট পড়ে গেলে সেখানেই ব্যাটিং দলের ইনিংস শেষ হয়ে যায়। ফলে শূন্য রানে দুই উইকেট হারানোর পর বাহরাইনের ইনিংস সেখানেই শেষ হয়ে যায়। হংকয়ের বাবর হায়াত তাদের সুপার ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে দলকে জেতান।