ক্রিকেট মাঠে ব্যাট হাতে তার দাপট দেখেছেন সবাই। এবার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ডেভিড ওয়ার্নারের। ভারতের তেলেগু সিনেমা ‘রবিনহুড’-এ অভিনেতা হিসাবে দেখা যাবে এই অসি ক্রিকেটারকে। ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন এই মারকুটে বাঁ-হাতি ওপেনার। ভারতীয় গণমাধ্যমের খবর, ২৮ মার্চ এই অ্যাকশন, থ্রিলার, কমেডি ঘরানার সিনেমা প্রেক্ষাগৃহে আসবে।
ভক্তদের এই খবর দিতে সিনেমার পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ার্নার লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি এসে পড়েছি। রবিনহুড-এর অংশ হতে পেরে উত্তেজিত। উপভোগ করেছি এই সিনেমার শুটিং।’