Logo
Logo
×

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন মুশফিক

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন মুশফিক

সংগৃহীত ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এটা বোধগম্য যে, ক্রিকেটের কোনো সংস্করণেই কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। লাল বলের ক্রিকেটে তো আরও বেশি। তা সত্ত্বেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মূল দলের কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে তরুণদের দেখে নেওয়ার সুযোগ দেখছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

শনিবার তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে কাউকেই ছোট করে দেখার সুযোগ নেই। আর জিম্বাবুয়ের পেস আক্রমণ আফগানিস্তানের চেয়েও ভালো। প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। কোনো ধরনের ক্রিকেটকেই হেলাফেলা করা যাবে না। তবে যদি মনে হয় কিংবা সুযোগ থাকে যে, কাউকে বিশ্রামে রাখলে ভালো হতে পারে সেটা অন্য ব্যাপার।’

আগামী মাসে সিলেট ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। কাল সোনারগাঁও হোটেলে বিসিবির ইফতারের পর আলোচনায় বসেছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও নির্বাচক দলের সদস্য আব্দুর রাজ্জাক। কয়েকদিন আগে মুশফিকুর রহিম ওয়ানডে থেকে বিদায় নিলেও টেস্ট ক্রিকেটে তিনি খেলা চালিয়ে যাবেন। জিম্বাবুয়ের বিপক্ষে তাই তাকে দেখা যাবে।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম