রংপুরের জালে বিকেএসপির ১৮ গোল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকিতে গোল উৎসব চলছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি)। শনিবার বিমানবাহিনীর হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ১৮-০ গোলে উড়িয়ে দিয়েছে রংপুরকে। বিকেএসপির অধিনায়ক অর্পিতা পাল ও কণা আক্তার হ্যাটট্রিকসহ চারটি করে গোল এবং তাসফিহা জান্নাত হ্যাটট্রিক করেন।
একই মাঠে দিনের আরেক ম্যাচে কিশোরগঞ্জ ৫-১ গোলে হারিয়েছে ঠাকুরগাঁওকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে দিনাজপুর ২-০ গোলে পটুয়াখালীকে এবং দিনের আরেক ম্যাচে যশোর ৬-০ গোলে চট্টগ্রামকে হারায়।