Logo
Logo
×

খেলা

ম্যানসিটির হোঁচট

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ম্যাচের ১১ মিনিটে পেনালটি গোলে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দিয়েছিলেন আর্লিং হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের ৯৪তম ম্যাচে নরওয়ের স্ট্রাইকারের এটি ৮৪তম গোল। কিন্তু শনিবার ইতিহাদ স্টেডিয়ামে শেষতক জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ম্যানসিটি। আবারও হোঁচট খেয়েছে তারা। এবার তাদের ২-২ গোলে রুখে দিয়েছে ব্রাইটন। ২১ মিনিটে ম্যানসিটি গোল হজম করে। ম্যাচে সমতা ১-১ গোলে। ৩৯ মিনিটে ওমার মারমউশের দুর্দান্ত গোলে ম্যানসিটি আবার লিড নেয় (২-১)। কিন্তু দ্বিতীয়ার্ধের তিন মিনিটে আবদুলকদির খুশানভের আত্মঘাতী গোলে (২-২) জয়বঞ্চিত হয় ম্যানসিটি। ২৯ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পেপ গার্দিওলার দল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম