Logo
Logo
×

খেলা

ছয় হাজার কোটি টাকার টি ২০ লিগ সৌদি আরবে

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আইপিএলের সঙ্গে টক্কর দিতে আসছে আরও একটি টি ২০ লিগ। সৌদি আরবে এই লিগ শুরু হতে যাচ্ছে। তার জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। সৌদি আরবের সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস এই টি ২০ লিগের প্রধান বিনিয়োগকারী। নিল ম্যাক্সওয়েলের মস্তিষ্কপ্রসূত এই লিগ। তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংস্থার প্রাক্তন সদস্য। সেই সংস্থাই এই লিগের কথা প্রথম প্রস্তাব করেছিল এবং দুটি উদ্দেশ্য রয়েছে। সেখান থেকে প্রাপ্ত অর্থ টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ও দুর্বল ক্রিকেট বোর্ডগুলোকে আর্থিক সাহায্য করতে খরচ করা হবে।

কবে শুরু হবে তা জানা যায়নি। তবে জানা গেছে, বছরের চারটি সময়ে চারটি আলাদা দেশে এই প্রতিযোগিতা হবে। অর্থাৎ, টেনিসে যেমন বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম হয়, তেমনি বছরে চারবার এই প্রতিযোগিতা হবে। সেখানে বিভিন্ন দেশের দল খেলবে। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও প্রতিযোগিতা চলবে। সৌদি আরবে হতে পারে ফাইনাল। তবে কোন দেশের কতগুলো দল থাকবে তা এখনো জানা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম