Logo
Logo
×

খেলা

বাংলাদেশের ফুটবলে ইতালি সুবাস

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফাহামেদুল ইসলামকে বুকে জড়িয়ে ধরেছেন কোচ হাভিয়ের কাবরেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিওচিত্র। ফাহামেদুল ইতালি প্রবাসী বাংলাদেশি ফুটবলার। যে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার জাতীয় দলে নতুন সংযোজন, তার মধ্যে অন্যতম ফাহামেদুল। অপরজন হামজা চৌধুরী। সৌদি আরবে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে সোমবার রাতে যোগ দিয়েছেন উইংয়ে খেলা ফাহামেদুল। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নামার পর ফাহামেদুলকে বরণ করে নেন টিম ম্যানেজার আমের খান। এরপর স্প্যানিশ কোচ কাবরেরার সঙ্গে কথা বলেন ফাহামেদুল। সৌদি আরবের তায়েফে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে এখন অনুশীলনের অপেক্ষায় ইতালির সিরি-ডি’তে খেলা এই আক্রমণভাগের খেলোয়াড়। ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়াতে খেলেন আগামী ৩০ জুন ১৯-এ পা দিতে যাওয়া ফাহামেদুল। ২০০৬ সালে তার জন্ম ফেনীতে।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি নিতে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছেন জামাল ভূঁইয়ারা। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহামেদুল বাদে বাকি ২৮ ফুটবলার নিয়ে ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হয়। ৫ মার্চ দল নিয়ে সৌদি আরবে যান কোচ। চারদিন পর দলের সঙ্গে যোগ দেন ফাহামেদুল। ইতালি প্রবাসী এই ফুটবলার যোগ দেওয়ায় জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড় দাঁড়াল ২৯ জনে। হামজা ক্যাম্পে যোগ দেবেন ১৮ মার্চ ঢাকায়। ২৩ সদস্যের দল নিয়ে কাবরেরা ভারতের শিলং যাবেন ২০ মার্চ। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের মিশন। বাংলাদেশ গ্রুপের অপর দুই দল সিঙ্গাপুর ও হংকং।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম