Logo
Logo
×

খেলা

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে গোলাপি বলে দিবা-রাত্রির ম্যাচ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশেষ টেস্ট ম্যাচ আয়োজনের ঘোষণা এসেছিল আগেই। এবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানাল, ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক মাইলফলক ম্যাচটি হবে দিবা-রাত্রির। খেলা হবে গোলাপি বলে। ২০২৭ সালের ১১ মার্চ শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিশেষ টেস্ট। ১৮৭৭ সালের মার্চে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াই দিয়েই শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের পথ চলা। পরে ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে এ দুদলকে নিয়ে মেলবোর্নে বিশেষ টেস্টের আয়োজন করা হয় ১৯৭৭ সালের মার্চে। কাকতালীয়ভাবে ইতিহাসের প্রথম টেস্টের মতো শতবর্ষ পূর্তি টেস্টেও ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

এবার ১৫০ বছর পূর্তির টেস্টটি হতে যাচ্ছে মেলবোর্নে ছেলেদের প্রথম দিবা-রাত্রির টেস্ট। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে না এই ম্যাচ। দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের মূল কারণ মাঠে দর্শক উপস্থিতি বাড়ানো। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, ‘এমসিজিতে ১৫০ বছর পূর্তি টেস্টটা ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট হতে যাচ্ছে। ফ্লাডলাইটের নিচে খেলাটা হবে ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস ও টেস্টের আধুনিক রূপের আদর্শ উদ্যাপন। দারুণ এই উপলক্ষ্যে মাঠে বেশি দর্শকের উপস্থিতিও নিশ্চিত হবে এতে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম