বিসিবিও ভাবছে দিবা রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
২০২৭ সালের মার্চ মাসে টেস্ট ক্রিকেট পা দেবে ১৫০ বছরে। এই উপলক্ষ্যে ওই বছর ১১-১৫ মার্চ গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচের আয়োজন করা হবে মেলবোর্নে। বাংলাদেশ লাল বলের ক্রিকেটের সঙ্গে সখ্য গড়ে তুলেছে প্রায় ২৫ বছর হতে চলল। এ বছর নভেম্বরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের গৃহপ্রবেশের ২৫ বছর পূর্তি পালন করা হবে। তার আগে আগামী মাসে কিংবা মে’তে বাংলাদেশে এই প্রথম গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিবি। তাদের এই ইচ্ছার কথা জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
বিষয়টি যদিও পরিকল্পনার পর্যায়ে রয়েছে, পাকা সিদ্ধান্ত হয়নি। আকরাম খান মঙ্গলবার গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আগামী সংস্করণ গোলাপি বলে আয়োজনের পরিকল্পনা করছি।’ তিনি জানান, এপ্রিল-মে মাসে অতিরিক্ত গরমের দরুন দিবা-রাত্রির বিসিএল করার কথা ভাবছে বিসিবি। এর ফলে গোলাপি বলে ডে-নাইট টেস্ট খেলতে সুবিধা হবে।
বাংলাদেশ একবারই গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষে। ২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে তিনদিনে শেষ হওয়া ওই টেস্টে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ৪৬ রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ এবং দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে অলআউট হয়েছিল।