Logo
Logo
×

খেলা

রোহিত সব দরজা খোলা রেখেছেন

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের রাতে রোহিত শর্মা সাফ জানিয়ে দিয়েছেন, ‘এখনই অবসর নিচ্ছি না।’ ভারত অধিনায়কের বিদায়ের গুঞ্জন তাই আপাতত চাপা পড়েছে। তবে নতুন কৌতূহলের শুরু এখান থেকে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কি থাকবেন কিংবা টিকবেন ৩৮ ছুঁই ছুঁই রোহিত? এখনই অত দূরে তাকাচ্ছেন না তিনি। দারুণ সুখী এই দল ছেড়ে যাওয়ার ভাবনাও আপাতত তার নেই। সম্ভাবনার সব দুয়ার খোলা রেখে সোমবার রাতে আইসিসি ডিজিটালে ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে নিজের ভাবনা জানালেন রোহিত, ‘এখনই এটা বলা কঠিন। তবে সব সম্ভাবনাই উন্মুক্ত রাখছি। দেখব কতটা ভালো খেলতে পারি। এই মুহূর্তে খুবই ভালো খেলছি। যা করছি, সবই উপভোগ করছি। দলও আমার সঙ্গ উপভোগ করছে। ২০২৭ নিয়ে বলা কঠিন। কারণ, বিশ্বকাপ এখনো অনেক দূরের পথ। তবে সব দুয়ারই খোলা রাখছি।’

বিদায়ের সুনির্দিষ্ট সময় ঠিক না করে উপভোগের আনন্দ নিয়ে এগিয়ে যেতে চান রোহিত, ‘যতদিন খেলা উপভোগ করতে পারব, দলের জন্য করণীয় ঠিক করতে পারব, আমি খেলে যাব। এটা আমাকে আনন্দ দেয়। এতটা গর্ব এখানে, দল যেভাবে খেলছে, এই দলটিকে ছেড়ে যেতে চাই না। ৮-১০ বছর পরে আমরা কোথায় থাকব, জানি না। তবে যে ক্রিকেটাররা উঠে আসছে, তাদের তাড়না, প্রতিভা সবই আছে। তাই নিশ্চিতভাবেই বলতে পারি, ভারতীয় দলের ভবিষ্যৎ নিরাপদ হাতেই আছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম