Logo
Logo
×

খেলা

আতলেতিকোর লড়াই ইতিহাসের সঙ্গেও

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক ম্যাচে জোড়া প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ চিরবৈরী পড়শি রিয়াল মাদ্রিদের পাশাপাশি ইতিহাসের সঙ্গেও লড়তে হবে আতলেতিকো মাদ্রিদকে। গত সপ্তাহে বার্নাব্যুতে প্রথম লেগ ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের পথে একটু হলেও এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। ঘুরে দাঁড়িয়ে শেষ আটে যেতে ঘরের মাঠে আজ ইতিহাসের এক অচলায়তন ভাঙতে হবে আতলেতিকোকে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়ালকে কখনোই হারাতে পারেনি তারা। পাঁচবার আতলেতিকোর স্বপ্ন ভেঙেছিল রিয়াল। এর মধ্যে আছে ২০১৪ ও ২০১৬ সালের ফাইনাল। আতেলেতিকোর নতুন স্টেডিয়াম মেত্রোপলিতানোতে এটাই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম মাদ্রিদ ডার্বি। এজন্যই হয়তো নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। প্রায় ৭০ হাজার সমর্থক দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকা নেবে। এমবাপ্পে, ভিনিসিয়ুসদের টেক্কা দিতে দর্শক সমর্থন টনিকের মতো কাজ করতে পারে আলভারেজ, গ্রিজমানদের জন্য। সেই আশায় বুক বেঁধেছেন সিমিওনে, ‘সমর্থকরা আমাদের শক্তি। তারা আমাদের সামনে এগিয়ে দেয়। এবার তাদের সহায়তা আরও বেশি দরকার। আমরা এখনো বেঁচে আছি। আশা করি, বুধবা রাতটা আমাদের হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম