কাবাডিকে অনুদান ক্রীড়া উপদেষ্টার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাবাডির দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে এশিয়ান নারী কাবাডিতে ব্রোঞ্জজয়ী দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহেদী। ইরানে নারী দলের এই সাফল্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন বলে জানান রেজাউল মাকসুদ জাহেদী, ‘নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। আমাদের ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন নারী দলের এই অর্জনে। উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি। কাবাডির ভালো সম্ভাবনা রয়েছে। বড় বড় দলকে আমরা কিভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সঙ্গে রয়েছে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরও অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’ বাংলাদেশ নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘আমরা পদক জিতেছি, এটা গর্বের। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারব।’