ক্রাচে ভর করে মাঝরাতে পার্টির মধ্যমণি নেইমার। বার্সেলোনা ও পিএসজিতে খেলার সময় ব্রাজিলীয় ফরোয়ার্ডের এমন বেহিসাবি জীবন-যাপন নিয়ে সমালোচনার ঝড় উঠত নিয়মিত। বহু পথ ঘুরে বছরের শুরুতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ফুটবলে অখণ্ড মনোযোগ দেওয়ার অঙ্গীকার করেছিলেন নেইমার। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ খেলে স্বরূপে ফেরার বার্তাও দিয়েছেন। ১৬ মাস পর ডাক পেয়েছেন জাতীয় দলেও। এমন সময় কিনা চোট নিয়ে কার্নিভাল প্যারেডে তাকে দেখা গেল আমোদ করতে! নেইমারকে নিয়ে আবার সমালোচনার ঝড় ব্রাজিলে।
সোমবার করিন্থিয়ান্সের কাছে হেরে রাজ্য চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে সান্তোস। আগের ম্যাচে পাওয়া চোটের কারণে সেমিফাইনালে খেলতে না পারায় কাঁদতে দেখা যায় নেইমারকে। অথচ ৩ মার্চ চোট পাওয়ার দিনেই বান্ধবী ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে কার্নিভাল দেখতে গিয়েছিলেন তিনি। সেই ছবি প্রকাশ্যে আসার পর নেইমারের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের এক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘নেইমার কখনোই বদলাবে না।’