Logo
Logo
×

খেলা

জাতীয় অ্যাথলেটিক্স শুরু আজ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় অ্যাথলেটিক্স শুরু আজ

ছবি: সংগৃহীত

দেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের খেলা সিনিয়র অ্যাথলেটিক্স শুরু হচ্ছে আজ। দেশের দ্রুততম মানব প্রবাসী ইমরানুর রহমান থাকেন লন্ডনে। চোটের কারণে এবারের আসরে খেলতে পারবেন না সেনাবাহিনী থেকে নৌবাহিনীতে নাম লেখানো এই স্প্রিন্টার।

তবে দ্রুততম মানবী শিরিন আক্তার ঠিকই লড়বেন নিজের মুকুট অক্ষুণ্ন রাখার জন্য। ঢাকার জাতীয় স্টেডিয়ামের প্রথম দিনেই ট্র্যাকে নামবেন তিনি। প্রায় ৫০০ অ্যাথলেট ৪০টি ইভেন্টে লড়বেন পদকের জন্য।

ছেলেদের ২২টি ও মেয়েদের ১৮টি ইভেন্ট রয়েছে। আশার কথা হচ্ছে, দৌড়ের সবকটি ইভেন্টের ফটোফিনিশিং হবে ইলেকট্রনিক্স স্কোরবোর্ডে। ফুটবলের জন্য মাঠে প্রস্তুতির কাজ চলায় হ্যামার থ্রো অনুষ্ঠিত হবে আর্মি স্টেডিয়ামে। রোববার এসব তথ্য জানান অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম।

সামনেই বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা। জাতীয় আসরে অংশ না নিলে সেখানে খেলতে পারবেন না এশিয়ান ইনডোরে স্বর্ণপদক জেতা স্প্রিন্টার ইমরানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেন শাহ আলম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম