Logo
Logo
×

খেলা

জিয়া বেঁচে থাকবেন তার প্রিয় দাবায়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৬৪ ঘরের দাবার বোর্ডের দিকে তাকিয়ে তিনি। যেন ধ্যানমগ্ন ঋষি। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে এভাবে আর দেখা যাবে না। গত বছরের ৫ জুলাই খেলতে খেলতে না ফেরার দেশে চলে গেছেন তিনি। জিয়ার স্মৃতি বাঁচিয়ে রাখতে পন পাওয়ার চেস একাডেমি ১৬-২৪ ফেব্রুয়ারি আয়োজন করতে যাচ্ছে গ্র্যান্ডমাস্টার জিয়া স্মৃতি টুর্নামেন্ট। দাবা ফেডারেশনের হলরুমে একসঙ্গে দুটি টুর্নামেন্ট চলবে। একটিতে দুই হাজার রেটিংয়ের উপরের দাবাড়ুরা খেলবেন। অন্যটিতে এর নিচের রেটিং পাওয়া দাবাড়ুরা।

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা সম্প্রতি পন পাওয়ার চেস ক্লাবের উপদেষ্টা হয়েছেন। ক্লাবটির সভাপতি ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল বলেন, ‘ভাবির পরামর্শ নিয়ে আমরা এই দুটি টুর্নামেন্টের আয়োজন করছি। জিয়া ভাই সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে পড়তেন। তাই এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গড়া সেন্ট জোসেফ ওল্ড বয়েজ ফাউন্ডেশন টুর্নামেন্টের স্পন্সর করছে।’ দুটি টুর্নামেন্টেই প্রাইজমানি ৫০ হাজার টাকা করে। নিবন্ধন ফি পাঁচশ টাকা করে।

জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কোচ শাকিল যোগ করেন, ‘আমরা ফেডারেশনের প্রবেশদ্বারে একটি খাতা রাখব। যারা চাইবেন, জিয়া ভাইয়ের স্মৃতি মনে করে লিখে যাবেন। এ ছাড়া জিয়া ভাইয়ের ১৪ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ত থেকে শেষ খেলা (গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে) পর্যন্ত তার সব ছবি দিয়ে মুড়ে দেওয়া হবে হলরুম। দেখলে মনে হবে জিয়া ভাই আমাদের সঙ্গেই আছেন। এভাবেই জিয়া ভাই আমাদের মধ্যে বেঁচে থাকবেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম