Logo
Logo
×

খেলা

ঢাকার বাতাসে বিষ ক্রিকেট খেলতে হলে দেশ ছাড়তে হবে নাবিলকে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ক্রিকেট খেলা চালিয়ে যেতে হলে দেশ ছাড়তে হবে প্রান্তিক নওরোজ নাবিলকে। ঢাকার আবহাওয়া তার জন্য বিষ। এই তরুণ ক্রিকেটার অনেক ভেবেচিন্তে ২১ বছর বয়সেই ক্রিকেট থেকে সরে গেলেন। ২০২০ যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য নাবিল মুক্ত সহনশীল বাতাসে নিঃশ্বাস নিতে চান।

বিভিন্ন সমস্যা রয়েছে তার। অ্যাজমার সমস্যা আছে। কেন ক্রিকেট ছাড়লেন জানতে চাইলে কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র বলেন, ‘স্বাস্থ্যজনিত কারণে। অনেকদিন ধরে লড়াই করছি। এক সময় মনে হয়েছে, আমার পক্ষে আর সম্ভব নয়। একটা পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু কুলিয়ে উঠতে পারিনি।’ তিনি বলেন, ‘আমার অ্যাজমা আছে, ধুলোবালির সমস্যা, ঠান্ডা ও গরমের সমস্যা রয়েছে। আমি তো নিজে সিদ্ধান্ত নিতে পারিনি না। ক্রিকেটে এটা সম্ভব না। দিনদিন আমার অবস্থা এতই খারাপ হচ্ছে যে, দৌড়ালেও কষ্ট হয়।’

নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার জন্য সিঙ্গাপুরে চিকিৎসক দেখিয়েছিলেন নাবিল। তিনি বলেন, ‘আমি ভালোভাবে ফেরার চেষ্টা করেছি। এজন্য পারিবারিকভাবে সিঙ্গাপুরে চিকিৎসক দেখিয়েছি। পুরো শরীর পরীক্ষা করিয়েছি। সেখানে সব কিছু মোটামুটি ভালো এসেছিল। বেশ ভালো ছিলাম। আমি সমস্যা বোধ করি ঢাকার আবহাওয়ার জন্য। ডাক্তার বলেছিলেন, ক্রিকেট খেলতে হলে আমাকে বাংলাদেশ ছাড়তে হবে। কিন্তু না খেললেও আমি দেশের বাইরে গিয়ে খেলব না। যদি আমি বাংলাদেশেই থাকতে চাই, তাহলে ইনডোরে অনুশীলন করতে হবে। যদি জোর করে এই জীবন চালানোর চেষ্টা করি পারব না। আমি দেশে এসে রুম বন্ধ করে রানআপ করার চেষ্টা করেছি। এখানে মানসিককতার জোর দেখিয়ে লাভ নেই।’ তিনি বলেন, ‘আমার জীবনটা একটা ছোট গণ্ডির মধ্যে আটকে আছে। ঘুম থেকে উঠে সাধারণ মানুষের মতো নিঃশ্বাস নিতে চাই। সাধারণভাবে আগে বাঁচতে চাই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম