ভাই রে, যা-ই বলুন না বলুন, দয়া করে আমাকে কিং বলবেন না। তিনি নিজেকে কিং মনে করেন না। তিনি কে? বাবর আজম। পাকিস্তানের তারকা ব্যাটার পর পরশু রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন।
তিনি নিজেকে ‘কিং’ মনে করেন না। ‘আমি এখনো কিং হইনি। যখন খেলা ছাড়ব, তখন দেখা যাবে’, বলেছেন বাবর। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ওই ম্যাচে সাবেক পাকিস্তান অধিনায়ক বাবর ১৯ বলে ২৩ রান করে আউট হন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান (১২২*) ও ম্যাচসেরা সালমান আগার (১৩৪) সেঞ্চুরির সহায়তায় পাকিস্তান ছয় উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে। আজ ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।