Logo
Logo
×

খেলা

‘আমাদের ক্যালিস তোমাদের সাকিব’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘আমাদের ক্যালিস তোমাদের সাকিব’

‘আমাদের ক্যালিস তোমাদের সাকিব’

মিরপুরে সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে যে তার খেলা হচ্ছে না, এটা নিশ্চিত। সাকিব ভক্তদের আশা, চট্টগ্রাম টেস্টের আগে যেন তাকে দেশে ফিরিয়ে এনে যোগ্য সম্মান দেওয়া হয়। আজ সাকিবিয়ানরা মিরপুরে ‘লং মার্চ’ করার ঘোষণা দিয়েছেন। আগামীকাল মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী তাদের সেই সুযোগ দেবে কি না, সেটাই প্রশ্ন।

এদিকে প্রোটিয়া সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে সফরকারী দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘এটা দুদলের জন্যই বড় সিরিজ। সাকিব একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেকটা আমাদের জ্যাক ক্যালিসের মতো। সে যদি না খেলে তাহলে দলের ভারসাম্য ঠিক রাখা কঠিন হবে। তখন আপনাকে সংশয়ে থাকতে হবে যে, আপনি একজন বাঁ-হাতি স্পিনার খেলাবেন, না ব্যাটার খেলাবেন।’

জাতীয় দলের ক্রিকেটাররা সাকিবের পাশে আছেন। দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, সাকিব-মাশরাফি খুনি না। কাল সাকিবের পক্ষে পোস্ট দিয়েছেন একসময় জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার সাব্বির রহমান। তিনি লিখেছেন, ‘সাকিব ভাই একজন বড় প্লেয়ার। তিনি দেশকে প্রতিনিধিত্ব করছেন অনেকদিন ধরে। বিশ্বের দরবারে বাংলাদেশকে চিনিয়েছেন। তিনি যেটা চেয়েছেন দেশের মাটিতে বিদায়, এটা অবশ্যই দেওয়া উচিত।’

সাকিবকে বাংলাদেশে খেলতে না দেওয়ায় তার ভক্তরা আইসিসিতে মেইল দিয়ে নালিশ করেছেন। তারা দোষ দিয়েছেন বিসিবিকে। আইসিসিকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন সমর্থকরা। সাকিব-ভক্তরা চার দফা দাবি জানিয়েছেন।

সাকিবকে সম্মানের সঙ্গে দেশে এনে খেলার সুযোগ দিতে হবে। দেশ ত্যাগে কোনো বাধা দেওয়া যাবে না-অন্যতম দাবি। তাদের দাবি না মানলে আজ মিরপুরে ‘লং মার্চের’ ডাক দিয়েছে তারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম