Logo
Logo
×

খেলা

২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া

৭০ হাজার উগ্র সমর্থক চার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামকে জ্বলন্ত কড়াইয়ে পরিণত করেছিল। তপ্ত উনুনে দশজনের কলম্বিয়া ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে ২৩ বছর পর প্রথমবারের মতো কোপা আমেরিকার ফাইনালে চলে গেল। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে আর্জেন্টিনা। কোপার ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ফাইনালে খেলবে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কোপার দ্বিতীয় সেমিফাইনালের ৩৯ মিনিটে অধিনায়ক হামেস রদ্রিগেজের কর্নারে জেফারসন লেরমার হেডে দেওয়া একমাত্র গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ওই গোলই কলম্বিয়াকে তুলে দেয় ফাইনালে। কর্নার কিকের মাধ্যমে এই অ্যাসিস্টের সুবাদে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজ প্রথম দক্ষিণ আমেরিকান খেলোয়াড় হিসাবে কোনো বড় টুর্নামেন্টে পেলের ছয়টি অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসালেন। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ছয়টি অ্যাসিস্ট করেছিলেন পেলে।

গোটা ম্যাচজুড়ে ছিল বিতর্ক ও উত্তেজনা। বিরতির আগে লাল কার্ড পান কলম্বিয়ার দানিয়েল মুনোজ। বাকিটা সময় দশজন নিয়েই লড়াই চালিয়ে যায় তারা। ১৫ বারের কোপাজয়ী উরুগুয়ের বিপক্ষে কলম্বিয়ার এই জয় এবারের আসরের সবচেয়ে বড় চমক। ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল উরুগুয়ে। মনে করা হয়েছিল, কোপার ফাইনালে উঠবে তারাই। কিন্তু তা হয়নি।

কলম্বিয়ার হলুদ জার্সিধারীদের ফাইনালে খেলতে হবে আর্জেন্টিনার বিপক্ষে। লিওনেল মেসির দল আগেই ফাইনালে ওঠে। সোমবার ভোরে ফাইনাল। উরুগুয়ে শেষবার কোপা জিতেছিল ২০১১ সালে। সে বছর ফাইনালে গোল করেছিলেন লুইস সুয়ারেজ। কলম্বিয়ার বিপক্ষে কাল ৬৬ মিনিটে তাকে নামানো হয়। কিন্তু গোল পাননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম